আমি হারিয়ে যেতে চাই সে স্থানে
মিথ্যার আশ্রয়হীন সত্যের কাশবনে।
আমি হারিয়ে যেতে চাই একেলা
নদীর শান্ত ঢেউ যেথায় করিছে খেলা।
আমি হারিয়ে যেতে চাই গহিন বনের দিকে
গোধুলির শেষ আলো আসি পড়বে বুকে।
আমি হারিয়ে যেতে চাই আমার শৈশবে
খেলে বেরিয়ে দিন কেটে যাবে।
আমি হারিয়ে যেতে চাই আমার স্কুলে
স্যারের আদরের ঙ্গানছায়াতলে।
আমি হারিয়ে যেতে চাই বৈশাখীর ঝড়ে
নুইয়ে পরতে চাই আম্রপুটলির ভরে।
আমি হারিয়ে যেতে চাই অগ্রহায়নের ধানক্ষেতে
যেথায় কৃষকের হাসি উঠছে মেতে।
আমি হারিয়ে যেতে চাই মাঘের জারে
মুরিয়ে থাকতে চাই রুপালি চাদরে।
আমি হারিয়ে যেতে চাই কৃষকের বাড়িতে
চুবিয়ে থাকতে চাই পিঠার হাড়িতে।
আমি হারিয়ে যেতে চাই সেই দেশে
প্রকৃতি যদি ডাকে এসে।