আমি কবি নই, কবিতা হতে জন্মেছি
অন্যায়ের হাড়-গোড় ভেঙে ন্যায়ের প্রতিষ্ঠা করতে এসেছি।
আমি ব্যার্থ, বারংবার ব্যর্থ
ন্যায়ের প্রশ্নে আপোষহীন দ্ব্যর্থ।
সত্যের সন্ধানে প্রতিঙ্গাবদ্ধ, আমি
আধারে সুর্যরশ্নি আনিব টানি।
অগ্নি আলোয় হবে আলোকিত, কাটিবে আধার
সত্য জাগিবে একদিন অবসান বাধার।
আমি প্রদীপ নয়, অগ্নি
জ্বলিনা আমি, জ্বালাই আধারের শকুনি।
আমি আধার নই, রাত
আপনার পৃষ্ঠে গড়ি শত্রুর বসত।
যে হাতে আমি বন্ধুত্ব গড়ি
সে হাতে শত্রুর পালক ছিঁড়ি।
শত্রুর হাড়-গোড় ভেঙে বন্ধুত্ব গড়তে এসেছি
আমি কবি নই, কবিতা হতে জন্মেছি।