ও হে, নওযুয়ান
আপন বলে হও বলিয়ান।
আপনার পদযুগল অন্যের কাধে রাখি
আর কতদিন চলিবে? খুলিবে না কি আঁখি !
অন্যের চেহারা নিজে লরে প্রদর্শন
পরভয়ে লুকায়িত যাহা সত্য চিরন্তন।
পরের পিছনে নিজেরে দিয়েছ বিসর্জন
বিনিময়ে নিজেরই হয়নি কিছু অর্জন।
এই কি শিখিয়া আসিতেছ পুর্ব হতে!
এই কি শিখেছ তুমি মনীষী মহাজন হতে!
সুজোগ এসেছে বদলানোর, এসেছে বদলিক্ষন
ওহে, যুয়ান, হও রে বলীয়ান ।
অগ্নিশ্বাসে জানায়ে দাও ধরণীরে
‘আমি বীর পরোয়া করিনা মৃত্যুরে।’’
বাহু দুটি শক্ত করে বাড়াও উর্ধ্বে
শত্রুর অপচেষ্টা যাক সব ব্যার্থে।
ভয় ভীতি শঙ্কা দু হাতে ঠেলে
এগিয়ে চলো আধারি পথ পিছনে ফেলে।
সামনে তোমার গহীন রাত্রি, কালো আধার
চলো আপন বলে সবই করি পার।