কত প্রশ্ন সারাক্ষন পরে মনে
কিছু উত্তর মিলেছে বাকি গোপনে ।


প্রশ্ন করেছিল সেদিন
সকালের সূর্যটা
শিশির ভেজা এক
সবুজ সকালে ।
কে তুমি-
মেলেনি উত্তর ।


দিনের শেষে আবার
জিগাইল সে
দাঁড়িয়ে নদীতীরে
সূর্যাস্তের এক পাশে  
কে তুমি-
মেলেনি উত্তর ।


বহুকাল পেরোলে পরে
বর্ষার কালে
উড়িয়ে দিল প্রশ্ন এবার
মেঘের কোলে ।
কে তুমি –
মেলেনি উত্তর ।


জোনাকির ছোট্ট আলোয়
দেখিলাম সেথায়
প্রশ্ন উঠেছিল আবার
তারাদের সভায় ।
কে তুমি –
মেলেনি উত্তর ।


বাগানে বেরোলাম সেদিন
একটু ঘুরিতে
ফুলেরাও ভোলেনি আমায়
প্রশ্ন করিতে ।
কে তুমি –
মেলেনি উত্তর ।


জীবনের শেষ সময়ে
দেহটা বিছানায় পরিল
মাথার বালিশ, গায়ের কাথা
এবার প্রশ্ন করিল ।
কে তুমি –
পেলনা উত্তর ।