সাদা মেঘ উড়িতেছে দেখ, দূর গগণে
শরতের নতুন ফুল ফুটেছে আমার মনে।
গাইছে গান পাখি আজ স্নিগ্ধ সুবাস বয়ে
খোঁপাতে ফুল বাধিয়াছে লক্ষ্ণী ঘরের মেয়ে।
ধবল বক উড়িয়া চলিছে আকাশের বুকে ছবি এঁকে
উঠানে দাঁড়িয়ে নাচিতেছে শিশু, খুশি হয়ে, তাই দেখে।
সবুজ ঘাসে উড়িতেছে পোকা কত!
নদী-মাঝে আঁকছে ছবি, কাশবন শত।
স্নিগ্ধ হাওয়াতে যেখানে বকুলের নরম গন্ধ মেশে
আমার এ প্রাণ বারবার সেখানেই হারাইছে।
যেখানে বিকেল মিশে গেছে নদীর জলে
বালিকার আচল স্পর্শিয়াছে নরম কাশফুলে।
পাখিরা নীড়ে ফেরে গোধূলির আবীর মেখে
কবি’র এ দিন কাটে রং-তুলির ক্যানভাস লিখে।
বালকের পাল উঠিয়াছে, চলবে সারা বেলা
ফোঁটা শাপলা আর শালুক নিয়ে ভরবে খেয়া ভেলা।