তুমি এসো অজ্ঞাত স্বরে, আমার জানালার ধারে
তুমি এসো, এসো গভীর রাত্তিরে।
যখন এ শহরের কোলাহল যায় ঘুমিয়ে
জানালাটা পবিত্র জ্যোৎস্নার আলোয় নেয়ে।
যখন চারিদিক নির্জন নিস্তব্ধ, নিশ্চুপ
ছাদের উপর চাঁদের আলো, গোলাপের কি রূপ!
যখন লোকের ব্যাস্ততা আর থাকেনা
ক্লান্ত পাখি মগডালে বসে আর ডাকে না।
চারিদিক নেই রব, কেবলই ঝিঁঝিঁর গুঞ্জন
শত প্রেমে ভরে ওঠে শত লোকের মন।
ডায়েরীর পাতা খুলে কলমের চরণ
শোভা পায় তাতে দু-একটি আবেগী কথন।
যখন এ শহর ঘুমিয়ে যায় নতুন কোন স্বপ্নে
কিছু কথা কইব তোমায় এসো খুব গোপনে।