এর নাম কি স্বাধীনতা!
যুগের পালে নাও ভাসিয়ে
সুনসান নিরবতা।
এই কি আমার রক্ত ঋণের
সলাজ হাসির উদ্দামতা,
যদিচ্ছা তাই খাপছাড়া এক মহাজনের
নগ্ন খেরো খাতা।


এই কি আমার প্রাণের স্বদেশ!
এলোমেলো সবুজ শ্যামল
পুঁজিবাদ খাচ্ছে গিলে
আস্ত মলাট লাল সবুজে,
প্রাসাদ বাবু হয় না কাবু
কুঁড়েঘরে মানিক খোঁজে।


এই কি আমার স্বাধীনতা!
টগবগিয়ে বাড়ছে কেবল
উদীয়মান ভণ্ড নেতা,
আকাশ বাতাস মুখর করে
উন্মাদনা চরম সীমায় কোন বারতা?
আমার দেশে উড়ছে কেন
ভিন দেশীয় সব পতাকা!