একদিন টুপ করে চলে যাব
সমস্ত প্রাপ্তি-অপ্রাপ্তির রোষানল পুড়িয়ে,
আর তো কখনো আসা হবে না
কি হবে এই জাগতিক মোহমায়া বাড়িয়ে।


বেলা-অবেলায় অকারণ খুনসুটি
বিদগ্ধ হৃদয়-মনে ছাপানো সকল ভ্রুকুটি,
মুছে নিও সযতন করুণ মিনতি
কেউ আগে কেউ পিছে একত্র নহে ঝুটি।


প্রস্তুতির বাহারে তোরজোড় হরদম
নির্ভুল পরিপাটি কর্মযজ্ঞে দৌড়ঝাঁপ দিনমান,
ভাবিনি কখনো শেষ গন্তব্য মুখ
হিরা ভেবে কাঁচের স্তূপে দিশেহারা মানবযান।


দিনান্তে সকল ফিরে স্বীয় নীড়ে
ক্লান্তির বারতা মুছে যায় নিমিশে চাঙ্গা দেহ মন,
বেলা শেষে যাত্রা একমুখো সদা
কভু নাহি ফেরা গুণ্য একেলা বৃথা এ আকিঙ্চন।