আকাশের ব্যর্থ কান্না
প্রকৃতির নিরবতা ভেঙ্গে সারি সারি প্রজাপতির মেলা
তৃঞ্চার্থ পতঙ্গকুলে আমরণ অনশনের আভাস,
অনাগত বৃষ্টিকণার মিছিল
দিশেহারা মেঘপাহাড়ের চুড়ায় ধ্বংসের ইশারা
দুরন্ত যাত্রায় ক্লান্ত আশা জাগানিয়া বাতাস।


পাড় ভাঙ্গা নদী তীর
কোন এক অলিখিত আদেশে থমকে দাড়িয়ে আছে;
হয়তো সবেগে আছড়ে পড়বে শান্ত গভীর জলায়
নীরব বিপ্লবের চূড়ান্ত প্রহরে হারানো রেখায়;
কোন এক ডাহুক ডাকা অলস দুপুরে
জমে থাকা পুঞ্জিভুত ব্যথা ঝরাবে নিরাশার ফলায়।


আলো খেঁকো আঁধারের ক্লান্তি
জলমগ্ন ঝিনুকের উদরে আলোকের উচাটন
সাধ্য কার তাকে দমিয়ে রাখে!
আঁধার ভেদি আগন্তুক
রাত্রি ঠেলে বেরিয়ে আসার দৃঢ় প্রত্যয় চোখে-মুখে;
প্রকৃতির খেলায় নির্বাক শত্রুর মুখে চুনকালি মাখে।


============♦♦♦==========
২৪-০৭-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪