বিজন ঘরে স্বপন ছায়ে একলা যখন থাকি
মনের আবেগ কিসে ঢেকে রাখি?
ইচ্ছে নদে বইছে বান।
মৌন মধুর কলতান।


সুখের খুঁজে আকুল হিয়া চিত্ত ব্যাকুল খরা
আপনা দেখি শুধুই ঘাটের মরা।
মেঘের আলয় ছুঁয়ে
বরফ জলে ধুয়ে।


পরাণ সখীর দ্বারে রুদ্ধ আজি মন পবনের নায়ে
খেলছে দোদুল অলিক মোহ ছায়ে।
কাঁদে পরান আহারে!
সপ্ত রঙ্গের বাহারে।


আকাশ নীলের বাহার দেখে চাতক মনে উচাটন
কোন ক্ষণে পড়বে ঢলে ভরে পুরো তনুমন।
পথেই সময় কাটে
আশা নদীর ঘাটে।