যে করে না পাওয়ার আশ
দিয়ে যায় বারোমাস,
সুখ খুঁজে সে বিলেয়ে দিয়ে
পরার্থে সুখের চাষ।


সুখ যদিও হয় স্বল্প
অল্প থাকে ধরাগল্প,
ছড়িয়ে পড়ে চাঁদের আলো
হোক না কতেক কল্প।


যারা করে পরকে আপন
শত্রু-মিত্র বন্ধু স্বজন,
সেইতো মানুষ সফল তাঁরা
জন-মহাজন সুজন।


নিজের স্বার্থ ত্যাগ করিয়া
উড়ায় রংয়ের ফানুস,
জীবন ব্রত মানব সেবা
তাঁরাই অাসল মানুষ।