সময়ের তিক্ত অবকাশে
আমি এক বোবা পুরুষ
হৃদয় মথিত আশীষে উঠে ঝংকার
প্রলয় হুঙ্কারে মন ছুটে দিক-বিদিক,
স্তম্ভিত হয় হৃদয়ের ফল্গুধারা।
অতঃপর আমি, হারিয়ে যাই নিজের ভুবনে
ঘন অরন্য ঘেরা কল্পনার গহীন রাজ্যে
যেখানে আমার নিয়মিত অবাদ বিচরন।
ফেরাতে চাইনা কভু আর
ফেলে আসা জীবনের প্রবোধ
ব্যর্থতার সেই কোলাহল মুখরিত
আর্তনাদে কাটানো সময়, সেই বিনিদ্র রজনী
মনে হলে আজও ওঠে হৃদয়ে কম্পন।
নিজ গৃহে পরবাসীর মতো ভাসতেই থাকি কেবল
জীবন বুঝি এমনি হয় !
যোগ বিয়োগের যাঁতাকলে পিষ্ট হয়েও খুড়িয়ে চলতে হয়।