ইচ্ছেরা সব মেলছে ডানা
দূর দিগন্ত পানে,
মন যে আজি মাতাল হলো
ভালোবাসার গানে।


মন জমিনে ভাসছে কেবল
ইচ্ছা রবির আলো,
যা দেখি আজ নয়ন মেলে
লাগছে সবই ভালো।


থাকবো না আর বদ্ধ ঘরে
মন উড়াবো স্বপ্ন সাজে,
চাঁদের পিঠে আঁকবো ছবি
স্বীয় আলোর দীপ্তি মাঝে।


ডাকছে দেখো অসীম আকাশ
নীরদ ছন্দের তালে,
পাখির ঝাঁকে সুদূর পথের
আকাশ জমির আলে।


বাঁধন ছিড়ে যাবই এবার
মানবো না আর মানা,
ছড়িয়ে দিবো আলোক মশাল
জানবো সব অজানা।
_________________
(বিঃ দ্রঃ টিনএজদের মনের কথা)