ভালবাসা শব্দটা সবাই বুঝে
কিন্তু সকলে তা পায় না,
কেউ পেয়েও ধরে রাখতে পারে না
কেউবা আবার প্রতিদানের আশা না করে
ভালবেসেই যায় নিরলস।
স্বার্থ ছাড়া ভালবাসা বিরল!
ব্যতিক্রম শুধু পিতা-মাতা,
প্রকৃত ভালবাসার সংজ্ঞা
একমাত্র পিতা-মাতা।
পাতের খাবার সন্তানকে খাইয়ে
নিজে থাকে উপবাস
সেই তো মমতাময়ী মা,
নিজের জীবন বিপন্ন করে হলেও
বাঁচিয়ে রাখতে চায় তার নাড়িছেড়া ধন
জগতে আছে এর হাজারো উদাহরণ।
যে মানুষটি একবারও ভাবে না নিজের কথা।


কোন প্রগতির জোরে নির্মিত হয় বৃদ্ধাশ্রম?
হায়! আফসোস! ধিক প্রগতিশীল সমাজ!
ভালবাসা এ তোমার কেমন রূপ?
আর কত চলবে মানবিকতার মাতম?