বলতে পার এমন দেশটি
বিশ্বে কোথায় আছে?
পাখির ডাকে সকাল আসে
খোকা খুকুর কাছে।
হাওর বাওর নদী নালা
দেখতে যেন ছবি,
শস্য শ্যামল রূপে পাগল
কত বাউল কবি।
জারি-সারি ভাটিয়ালী
আকুল করা গান,
উদাস করা বাঁশির সুরে
দোলায় মন-প্রাণ।
ছয়টি ঋতুর বর্ণালীতে
বন বনানী হাসে,
পশু-পাখির কলকাকলী
আমার বাংলাদেশে।
-----------------------