আমাকে দিয়েছ
অন্ধকার গৃহের দুর্লভ স্বাদ
নিস্তব্দ রাতের আধার পেরিয়ে
ভেঙ্গে দিয়েছ আমার সংকল্প,
আমি আজ বিবেকের কাছে বন্দি।
মাঝ রাতে ঘুম ভাংগে
হৃদয়ে গভীর উঞ্চতা নিয়ে
শিরা উপশিরায় কম্পিত অনুশোচনা
আমি মুক্তি চাই, কাঁদানো স্বপ্নের পরিত্রান চাই!
অনেক চেষ্টা করেও ভুলতে পারিনি
সেই কালো রাতের পরাজিত আদিম খেলার ইতিহাস।
আনমনে কথা বলি কোন এক অস্তিত্বহীন ছায়ার সাথে
এলোমেলো ভাবনারা খুঁজে নতুনের সন্ধান,
বিবেক আসে ধেয়ে গলাটিপে করবে বুঝি হত্যা
প্রবোধ খুঁজে অবচেতন মন, বলে তুমিতো মুক্ত নও
বিবেকের কাছে বন্দি।