খাঁচায় বন্দি পাখির কষ্ট
ছটফট করে অবিরত,
বিশাল আকাশ রয় তাকিয়ে
আপন ভুবন সংকুচিত।


আজব রোগে ভুগছে মানুষ
হীন শখের ছলে,  
বনের পাখি খাঁচায় পোষে
কোন অধিকার বলে?


সুখের আশে মানুষ খুঁজে
সাগর মাঝে শান্তি তীর,
পাখির কাছে বন বনানী
ভালোবাসার ছোট্ট নীড়।


বনের পশু বনেই মানায়
তাকে কেন ধরো,
যার যেখানে বসত বাড়ি
স্নেহ দিয়ে গড়ো।


সৃষ্টির শ্রেষ্ট মানুষ জাতি
সবার উপর বলিয়ান,
পশুর তরে নির্দয় হলে
হয় শ্রেষ্টত্বের অপমান!