অপরাধ ছিল শুধু কথা বলতে না পারা
পরিযায়ী দুরন্ত কাকের জঠরে ঠাই নিয়ে
যাত্রা হয়েছিল শুরু,
দিন দুয়েক অন্ধকূপে নিরুত্তাপ বিশ্রাম শেষে
রাসায়নিক বিক্রিয়ার আশীর্বাদে ভূতল অভিমুখ
ছিটকে পড়ে এক বোমারু।


জন্ম যেখানে আজন্ম পাপ, মিছে স্বপ্ন দেখা
সৃষ্টির অবিনাশী সুরের বাঁধনে নিয়তির
এ কোন নিষ্ঠুর পরিহাস,
শ্রেষ্ঠত্বের নিষ্টুর খেলায় অভাগা উপকরণ
প্রাণের স্পন্দন এখন সকল অভিনন্দন
এ এক দীর্ঘ ইতিহাস।


সৌখিন মহানুভব দুটি চোখের মায়াবী পরশে
অপ্রত্যাশিত সোহাগী চাদর গায়ে জড়িয়ে
আপন ঠিকানা খুঁজে পাই,
আমিত্বের অহমিকা ভেঙ্গে চুরে নিমিশে চুরমার
আহা সাধের স্বাধীনতা! হাতে পায়ে শক্ত বেড়ি এঁটে
উচ্ছিষ্ট পদার্থ এখন সাধের বনসাই।