কবির কলম চলে সদা
সত্য ন্যায়ের পথে,
যে যাই বলুক ভাল-মন্দ
চড়বে আলো রথে।



খাবার খাও ধীরে ধীরে
কথা বলো বুঝে,
তাড়াহুড়োয় ক্ষতি আনে
বলে মহাজনে।



গীবত করা মন্দ কাজ
মোটেও নয় শিষ্ট,
দুষ ত্রুটি লুকিয়ে রাখা
মুমিনের বৈশিষ্ট।



ঘড়ি চলছে টিক্ টিক্
বিরাম কভু নাই,
মানব ঘড়ি তৎসম
তফাৎ নাহি পাই।



ব্যাঙ ডাকে বৃষ্টি আশে
জল-কাদায় মিশে,
চারিদিকে অথৈ পানি
পায় না খুঁজে দিশে।



চোর পালালে বুদ্ধি বাড়ে
সবাই তাহা জানে,
জেনে বুঝেই কর্ম করা
ক'জন বলো মানে!



ছাতার কদর বৃষ্টি হলে
বহুলাংশে বাড়ে,
সুখের দিনে দুখের হিসাব
সবাই দেখি ছাড়ে।



জলে ভাসে ছোট্ট নাও
মাঝি ধরছে হাল,
মৃদু-মন্দ দুষ্টু বায়ূ
ঢেউ টালমাটাল।



ঝড়ের দিনে কালবৈশাখী
আম বাগানের ছায়,
ফল কুড়ানো মধুর স্মৃতি
কখনো কি ভুলা যায়!



জ্ঞানের পথ যত দূর হোক
তত দূরে যাও,
জ্ঞান অন্বেষন চলতি পথে
ভারি মজা পাও।
____________________চলবে