টাকার সম্পর্ক ঠুনকো হয়
বেশি দিন টিকে না,
মধুর আশে মৌমাছি ফুলে
শুকনো হলে বসে না।



ঠিকানা মোর সোনার বাংলা
পদ্মা মেঘনার তীরে,
যেথায় থাকি আবার আসি
এই বাংলার নীড়ে।



ডাহুক ডাকে ঝিলের জলে
শাপলা ফুলের কাছে,
ফড়িং ওড়া বিকেল বেলা
শালিক লাফায় গাছে।



ঢেকে রাখো খাবার জিনিস
নিয়ম নীতি মানো,
সুস্থ সবল নিরোগ দেহ
বাঁচতে হলে জানো।



ঋণ করা ভাল নয়
ক'জনা তা মানে,
অভাবে পড়িয়া সবে
ঋণে টাকা আনে।



তিল থেকে তাল করা
মানুষের স্বভাব,
আজ কাল দেখি শুধু
মূল্যবোধ অভাব।



ফুলের থোকায় প্রজাপতি
খেলছে আপন মনে,
মধুর নেশায় দিশেহারা
মৌমাছিদের সনে।



দশে মিলে কোন কাজই
মোটে কঠিন নয়,
একা একা সকল কাজ
কঠিন মনে হয়।



ধন সম্পদ    ক্ষণস্থায়ী
আজ আছে কাল নাই,
জ্ঞানের আভা চিরস্থায়ী
কাব্যে বলে যাই।



নদীর বুকে নৌকা চলে
মাঝির মুখে গান,
ভাটিয়ালী মধুর সুরে
আকুল করে প্রাণ।
___________________চলবে
বর্ণমালা কাব্যের ধারাবাহিকতা রক্ষার্থে ঈদের লেখা পোষ্ট করা হলো না।
আসরের সকল প্রিয় কবিবৃন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও বুকভরা ভালবাসা জানাই।