যেখানে যার উত্থান
সেখানেই পতন,
চলন বলন যদিও
বাদশাহের মতন।
ধড়িবাজ শয়তান
অন্তরালে থাকে,
পা চাটা চামচারা
সদা ঘিরে রাখে।
ফেলে আসা দিনগুলি
পিছু নাহি ছাড়ে,
যত বড় হোক না সে
অতীত তার কাড়ে।
চোর কানে পৌঁছে না
ধর্মীও কোন বাণী,
বেশধারী ভাল মানুষ
শাহী বদনখানি।