অনর কথা হনো কইয়া, কি লাভ ওগো লাল বুয়াই
তোমার বিপদ আইলে, পাশে দেখবায় কেউ নাই।
মুখ দোষে অইছি পর
থাকি অনে বারার ঘর।
আমি বুলে খুবই খারাফ সবে নিন্দে যেমনে তেমনে
আমি যদি চুকলী গাই কানা পুরির বিয়া অয় কেমনে।
-------------------------------


সিলেটের আঞ্চলিক ভাষায় লেখা।
কিছু শব্দার্থ দেওয়া হলোঃ-
অনর-এখানে, হনো-সেখানে, বুয়াই-বড় বোন,
আইলে-আসলে, দেখবায়-দেখবেন, অইছি-হয়েছি, বারার ঘর-বাহির ঘর, অনে-এখন, বুলে-নাকি, খারাফ-মন্দ, চুকলী-অন্যের নিন্দা করা,  কানা পুরি-অন্ধ মেয়ে, গাই-ব্যক্ত করা বা বলা, অয়-হয়,