মেঘের কান্নায় বৃষ্টি নামে
আকাশ কাঁপে বজ্র ভয়ে
প্রকৃতির খেয়ালে,
চাতক মনে ঘোর বরষা
ডেকে মরে রাত বিরাতে
মরচে ধরা দেয়ালে।।


জোয়ার নামে ভাটার টানে
চাঁদের বাড়ি কোন সে খেলা
সব হারানোর তরে,
ভরা কটাল খেয়ালি চালে
আলো নাচে আঁধার তালে
নিত্য সাড়ম্বরে।।


আসে পাখি ঝাঁকে ঝাঁকে
অচিন দেশের আমন্ত্রণে
ক্লান্তি ভুলে পথে,
মেঘ বরফের পাহাড় ছেড়ে
উঞ্চ শীতের পরশ নিতে
ভরসা দুটি রথে।