অন্ধ আবেগের কাছে চরম বাস্তবতা হয় পরাজিত
বাস্তবতা  আসলেই কঠিন!
কত সহজেই আমরা কথা বলে যাই অবলীলায়
স্বপ্ন দেখি রাতের পর রাত, লাল-নীল প্রজাপতির ডানায় বাধি ঘর
রাত পোহালে স্বপ্নেরা উধাও।
স্বপ্নের দেখানো পথে চালিত হয়না কেউ,
জীবন কোন উপন্যাসের পাতা কিংবা কবিতা নয়
জীবনের হিসাব ক‘জনাইবা মিলাতে পারে!
ছাপার অক্ষরের হিসাবে জীবন চলে না
জীবনের গতি আপনাতেই চালিত হয়।
গল্প কবিতায় জীবনের ছবি আঁকা যায়
কল্পলোকের স্বপ্নের বিলাশ ভুবনে অবগাহন করা যায়
কিন্তু জীবনের গতিপথ ঘুরানো যায় না কখনো।
স্বপ্ন এবং বাস্তবতা দুই মেরুর দুই বাসিন্দা
কখনো ধরা দেয়, আবার কখনো দুরে দুরে থাকে।
তবুও স্বপ্নেরা বেঁচে থাকে জীবনের অংশ হয়ে।