বিশ্রী বলে যাকে তুমি করছ অবহেলা
তাকেও সৃষ্টি করেছেন একই খোদাতালা।
বধির বলে যাকে তুমি নীচে ফেলে রাখো
স্রষ্টার কাছে সেও প্রিয়, জ্ঞানের চোখে দেখো।
জ্ঞান-বুদ্ধি, বিচার-বিবেচনা সবই আল্লাহর দান
অনগ্রসরের মূল্যায়ন করলে বাড়ে জ্ঞানীর মান।
জগৎ ভরা যত মানুষ একই পথের সাথী
এক বিধাতার সৃষ্টি মোরা সেরা মানব জাতি।
হিংসা নিন্দায় বাড়ায় ক্ষত মহাজনেরা বলে
মানবের তরে মানব মোরা  একই ধরাতলে।
সব ভেদাভেদ ভুলে এসো এই করিনু পন
সাম্যের গানে আগামী সাজাই সুস্থ্ করি মন।
সৃষ্টির মাঝে স্রষ্টার বাস জীবন-মরনের সঙ্গী
সাজাতে জীবন খুব প্রয়োজন সবার দৃষ্টিভঙ্গি।