চারিদিকে যা কিছু
ছড়িয়ে আছে বেশ,
এসব নিয়েই আমাদের
নির্মল পরিবেশ।


নিত্য নতুন কাজের ছলে
করি কত পেষন,
কত ভাবে করছি মোরা
পরিবেশ দূষণ।


আশেপাশে জীব জড়
আছে যত আকার,
জেনে রেখো দূষনগুলো
হয় চার প্রকার।


বায়ু পানি মাটি শব্দ
এই চারটি মিলে,
জীবনমানের করছে ক্ষতি
রোগ বালাই সকলে।


কারখানা আর যানবাহনে
কালো ধূয়া উড়ছে,
এই ভাবে বায়ু দূষণ
হর হামেশা ঘটছে।


রাসায়নিক, কীটনাশকের
প্রয়োগ যত বাড়ছে
চেয়ে দেখো এই ভাবে
পানি দূষণ ঘটছে।


নোংরা, ময়লা, মলমুত্র সব
মাটির সাথে মিলে,
মাটি দুষণ হচ্ছে এখন
জানি মোরা সকলে।


মাইক বাজে, হর্ণ বাজে
যেথায় নাই প্রয়োজন,
কারণে অকারণে ঘটছে
রোজ শব্দ দূষন।


কত ভাবে হয় আরো
এসব দূষণ নিত্য,
অল্প কথায় যায় কি লেখা
দূষণ নামের পদ্য।


বাঁচতে হলে জানতে হবে
গড়তে মোদের দেশ,
দুষণ মুক্ত রাখতে হবে
আমাদের  পরিবেশ।


(ছেলে বায়না ধরলো তার স্কুলে পরিবেশ দূষন বিষয়ে একটা সচেতনামুলক অনুষ্ঠান হবে। তাই কিছু লিখে দিতে। তার জন্য এটা লিখে দিলাম)