দুষ্ট লোকের মিষ্টি কথা
স্বপ্নের ছেড়া কাঁথা,
                  তার চেয়ে অনেক ভাল
                  জ্ঞানীর তিক্ত কথা।


মুখে যাদের ভালবাসা
অন্তরে বিষ পোষে,
                   কর্ম গুণে শান্তি বিনাশ
                   মিছে কপাল দোষে।


লোক ঠকিয়ে মজা করে
মৃদু সুখের হাসি,
                   নির্যাতিত লোকটি হলো
                   প্রকৃত বিশ্বাসী।


নগদ লাভের অতি মোহ
চলন বেসামাল,
                  বিশ্বাসীরাই নির্লোভ হয়
                  সফেদ চিরকাল।