♦ এইতো জীবন


আলো-আঁধার জয় করেও চোখের কোণে শান্ত তীর
মানুষ ফানুস অভিনয়ে চলছে গাড়ি কোন সে নীড়!
ফেলে আসা  সুখের আবেশ    স্বপ্ন দেখায় পথিকে
বুকের উপর  পাথর চেঁপে  সুর সাগরে ভাসায় কে?


মেঘনা পাড়ে আগাম স্বপন   আছড়ে পড়ে নদীতে
আবার কখন  উঠবে ভেসে  প্রহর গুণে  আশাতে।
আঁধার রাতে  ফুর্তি জালে    আটকা পড়ে কুলবধূ
নেশার খেলায় জীবন আঁকে উপছে উঠে চাকমধু।


প্রেম সোহগী  মধুর ডাকে  সুখের নদে উচলে বান
ভর আষাঢ়ে  মরণ খরা   নিষ্ঠুর  খেলায় উঞ্চ প্রাণ।
মায়াবিনীর মায়ার  ফাঁদে  ঝলসে   কত তরুণ দল
ভালবাসায় বিষের ছোঁয়া ফুঁসছে  বিবেক  অবিরল।


==========================