এক পলকের একটু দেখা
একটু হতে পরিচয়,
এক নিমেষে হলো আপন
এক হৃদয়ে জমা রয়।


এক আকাশ নীল সীমানায়
একই আলোর বর্ণালী,
এক সাগরের ত্রি-মোহনায়
একই মনের মিতালী।


এক ভুবনে দুই বাসিন্দা
একই সুতোর গাঁথুনি,
একই জ্বালায় জ্বলছে সদা
এক হাড়িতে রাঁধুনি।


একটি মনের দুটি শাখা
এক অলিন্দ নিলয়ে,
এক পলকের বিরহ ব্যথা
এক ধমনীর বলয়ে।