অনেক বাধা পাহাড় সম
সামনে আছে দাড়িয়ে
ভাবনা গুলো আকাশ হয়ে
যায় সীমানা ছাড়িয়ে ।
মুক্তির আশে বন্দি পাখি
আছড়ে পড়ে দেয়ালে
দরজাতে তার শিকল তোলা
কোন পাষানের খেয়ালে!
দুঃখের বোঝা পাথর সম
বুকের উপর চাপেঐ
এত ডাকি সুখ পাখিটা
ভুলবুঝে গেল কই ।
ফাগুন দিনের পাগল হাওয়া
লাগলো এসে গায়
নিজ গৃহে আজ পরবাসী
কেউ খুঁজে না পায় ।
চোখের জলে বাঁধ মানেনা
কেমনে চেপে রাখি
অন্ধকারে বন্দি হয়ে আমার
কাঁদে একলা পাখি ।