নেতার নেতা, পাতি নেতা
জ্বালাময়ী ভাষণ,
গিলছে কথা, আম জনতা
মন্ত্রমুগ্ধ তোষণ।


ভাষণ যাহা, সবই ডাহা
বাস্তবতা অন্য,
অপার কাজি, পারে পাঁজি
স্বীয় স্বার্থের জন্য।


মহান মানুষ, একটু বেহুশ
পান্তা লংকা মাটি,
আয়রে ভাই, এক থালায় খাই
এই নে জিয়নকাঠি।


সরল কথা, ভোটের হোতা
পাশের পরে নাই,
যা বলেছি, ভুল বলেছি
আন্ডা-মুরগি খাই।


অযোগ্য সব, কালের যোগ্য
কালো টাকার বাহারে,
সুশীল সমাজ, সেকেলে আজ
আহাম্মকের চেয়ারে।
__________আবু কওছর।
                  ০৬-১২-২০২০