স্বপ্ন আঁকা সোনালি দিন, কোথায় গেল আজ?
ঝরে পরা আকাশ নীলে, অরূপ কারুকাজ।


রোজ ভোরে গাঁয়ের বনে, আম কুড়ানো ক্ষণ
কোঁছড় ভর্তি পাকা ফলে, রসে ভরতো মন।


কাদা মেখে হাডুডু খেলা,  দিক-বিদিকে সাড়া
খুন-সুটি আর দুষ্টুমিতে,  জমতো গোটা পাড়া।


শাল তমালের উঁচু শাখে, সাদা বকের বাসা
দামাল ছেলে সামাল নাহি, ছিনিয়ে আনা আশা।


উত্তাল নদীর শীতল জলে, দুষ্টু ছেলের দলে
ডুব সাতারে এপার-ওপার, জাপটে ধরা ছলে।


কালের স্রোতে হারিয়ে গেল, লয়ে সকল প্রীতি
আবার যদি আসতো ফিরে, সোনালি সেই স্মৃতি।