স্বচ্ছ জল ঘোলা করে
পান করে গাধা
তার সাথে মিল দেখি
কিছু লোক বাঁধা।
সোজা পথ বাঁকা করে
ধীরে তারা চলে
সব কাজে খুঁত ধরে
বেশি কথা বলে।
যুক্তি তর্কে দিন পার
হার নাহি মানে
বেলা শেষে বোধ ফিরে
কিছু নাহি জানে।
যেই কাজ ফেলে রাখে
অবহেলা করে,
অবশেষে ভুল ভাঙ্গে
অনুতাপে মরে।