নুন আনতে পানতা ফুরোয়,
অনাথ ছবর আলী,
               পেটের দায়ে গতর খাটায়,
               রাজ বাগানের মালি।
বছর দশেক কঠোর শ্রমে,
জমায় খানিক টাকা,
               ভাবছে শুধু খাওয়া-দাওয়া,
               একদিন হবে ফাঁকা।
ভেবে-চিন্তে পায় সে উপায়,
স্বপন সাজায় সাদা,
               সুখের আশে জমা টাকায়,
               ক্রয় করে এক গাধা।
এখন তাহার জীবন মানে,
শান্তি সুখের বাসা,
               আপন বাহন গাধার শ্রমে,
               বেঁচে থাকার আশা।
এমনি করেই চলছে সময়,
নাই পিছনে তাড়া,
               হঠাৎ একদিন কঠিন রোগে,
               গাধা টি গেল মারা।
পথের ধারে কাঁদছে ছবর,
পাশে গাধার লাশ,
                অঝোর কান্নায় যাচ্ছে সময়,
                ফুরায় সকল আশ।
বুকের ভিতর অসীম দুঃখ,
যায় কি কভু মাপা,
                ব্যথার আগল হজম করে,
                 তাকে দিল মাটি চাপা।
তবুও কাঁদে ছবর আলী,
বিছিয়ে গায়ের চাদর,
                উজান ভাটির পথিক সবে,
                করছে একটু আদর।
অনাথ ভেবে অনেক মানুষ,
অল্প টাকা করে দান,
                কপাল খুলে ছবরআলীর,
                ফিরে জীবন মান।
সময় চলে এমনি করেই,
পেয়েছে টাকার খনি,
                অল্প দিনেই ছবরআলী,
                হইলো বিরাট ধনী।
দিকেদিকে ছড়িয়ে গেল,  
ছবরআলীর নাম,
                বুদ্ধি করে বোর্ড লেখায় ,
                গাধা শাহ'র মোকাম।