গন্তব্যে যেতে হবে জানা ছিলনা কখনো
যখন থেকে জানলাম
সেই থেকে যাবতীয় সততা আর সরলতার হাত ধরে
জীবনের অপূর্ণতাকে সাথে নিয়ে যাত্রা হলো শুরু।
ঠিকানা বিহীন মন লোকের পরিপাটি অধ্যায়
কখনো হাসায় কখনো কাঁদায়,
উত্থান পতনের এক ভয়ানক খেলা,
ধরতে গিয়ে যায়না ধরা এ যেন মরুর বুকে মরিচিকার মেলা।
রোজ ভোরে সূর্য চলে আপন গন্তব্য পানে অবিরাম
শান্ত হলে সন্ধা নামে চাঁদের যাত্রা হয় শুরু,
আমি কাটাই অলস সময় নিরুত্তাপ
আজও জানা হলোনা আমার শেষ ঠিকানা।
প্রতি রাতে স্বপ্ন সাজাই আগামী দিনের
রাতের পরে দিন আসে
কিন্তু হয়না সেই স্বপ্নের বাস্তবায়ন।
সময় কি আর থেমে থাকে?  চলে অবিরাম
আজ নয়ত কি হয়েছে শান্তনা খুঁজে মন,
পরাজয়ের এই খেলাতে জেগে উঠে
জীবনের আশা জাগানিয়া গান,
ক্লান্ত পথিকের মতো একটু জিরোয়, আবার বসে
কোথায় আধার, কোথায় ছায়া কে তাহাকে বলতে পারে।