ভাত দে বলছি!
এক থালা ভাত দে!
ক্ষিধের জ্বালায় পা দুটো চলে না আর
নীচে নেমে দেখ শূন্য জঠরের চিৎকার।


ভাত দে বলছি!
এক থালা ভাত দে!
নইলে ছিঁড়ে খাবো তোর জাতের বড়াই!
চেয়ে দেখ আজ উনুনে চেপেছি লোহার কড়াই।


ভাত দে বলছি!
এক থালা ভাত দে!
আজ ভাজবো সকল আভিজাত্যের বাহার,
চাই না তোর বংশ মর্যাদা, প্রয়োজন শুধু আহার।


ভাত দে বলছি!
এক থালা ভাত দে
আমি শুনতে চাই না কোন অজুহাত
জানি শুধু খাদ্যের কোন বিকল্প নাই।
রক্তধারা আজ  দেহ বলিদান আভাস পাই।