রোজ দেখি এই ভবে
কত কিছু ঘটে,
কিছু স্মৃতি থেকে যায়
কিছু যায় ছুটে।


কিছু কথা মন কাড়ে
হৃদে দোলা দেয়,
কিছু কথা মনঃপীড়া
সুখ কেড়ে নেয়।


কিছু কাজ দেখে চোখে
গর্বে ফোলে বুক,
আর কিছু কাজ দেখে
কালো হয় মুখ।


কেউ চায় সেবা দিয়ে
গুছে যাক কালো,
কেউ চায় একা একা
ভোগ করি আলো।


কেউ খায় পেট পুরে
কেউ চেয়ে দেখে,
কারো বাস উঁচু তলা
কেউ মরে শোকে।