সুনীল আকাশে জোছনা লোকের হাতছানি,
আলোর সমুদ্রে ডুব সাতারে ক্লান্ত নক্ষত্র পুঞ্জ
মৌসুমী দোলায় দোলে উঠা আলোকিত চাঁদের মুখে কলঙ্কের হাসি।
কবেকার সোনালী বিকেলের বিচ্ছুরণ লালীমায়
উপছে পড়া পরিশ্রান্ত সময় ঘড়ি থমকে দাড়ায়,
প্রত্যাশিত আলোর প্রতীক্ষায় কেঁপে উঠে সুরেলা রাখালিয়া বাঁশি।
অসুস্থ ভালবাসার রাহুগ্রাসে বিপন্ন সত্তা
আসন্ন প্রলয়ের অপেক্ষায় প্রহর গুণে নিরন্তর,
বিচ্ছেদ হলো তারার সাথে রাতের মিতালী
বিচ্ছিন্ন রাতজাগা পাখির আপোষহীন মনন্তর।
রক্তচোষা আক্রমণে বিরাণ জনপদে নিরুত্তাপ আতঙ্কে সময় চোখ বুজে,
আঁধারের বুক চিড়ে বেরিয়ে আসা আলোক বেড়ীতে
লজ্জায় ঘৃনায় হায়েনারাও পালাবার পথ খুঁজে।