মনে পরে কোন এক রাতের শেষ প্রহরে
পিন পতন নিরবতা ঘেরা নিঃশব্দ অন্ধকারে
ভুবন কাঁপানো বিকট শব্দ তোলে এসেছিল প্রচন্ড ঝড়!
ভীষন ভয়ে তুমি মিশে গিয়েছিলে
তব ভরশার বুকের গভীর অরণ্যে,          
শান্তনার ভাষা হারিয়ে দুটি দেহ মিলেমিশে একাকার।
চল্লিশ বসন্ত পেরিয়ে এসেছি যাপিত আবেশ নিয়ে
এখনো মাঝরাতে ঘুম ভাংগে লুকায়িত শংকায়
কিসের যেন নির্ভরতা খুঁজে ফিরে মন,
অলিখিত অজানা ব্যস্ততায় ঘুরে সময়ের ঘড়ি
তীব্র দহনে কুঞ্চিত হৃৎপিন্ডে উঠে অস্থির হাহাকার।
অবশেষে বোধদয় ঘটে সকল প্রয়োজন
অসহনীয় কষ্টের মোহনায় অনুভুত হয় হৃদয়ের শুন্যতা।


৬ই এপ্রিল, ২০১৮
দাওরাই
abu3217@yahoo.com
০১৭১৫০০৩৩৬৪