হুলো বেড়াল রাগ করেছে
বন্ধ খানা-পিনা,
ঘরের কোণে কাঁদছে বসে
ছোট্ট ছানা-পোনা।
কারণ খুঁজে পায়না কেহ
অভিমান হেতু,
আদর যত্ন ভালবাসার
ভঙ্গ আজি সেতু।
যাসনে হেথা ও ভাই দাড়া
খুকি ডেকে বলে,
আমায় ছেড়ে কোথায় যাবে
দুধ-ভাত ফেলে।
আসলো হুলো খুকির কাছে
কন্ঠ কাঁদো কাঁদো,
লোভে পড়ে মাছটি খেলাম
লাথি দিলো দাদু।
বিল্লু বলে আমার কি কোন
শান-মান নাই?
এঁটো বাঁসি সাফাই করেই
মনে শান্তি পাই।
আদর যদি না পাই হেথা
দুঃখ থাকে মনে,
থাকবনা আর তব ঘরে
যাবো চলে বনে।