আমার আমি শুধুই আমি অন্য কারোর নই
আমার ভুবন নিজ বলয়ে অবাক চেয়ে রই।


সাদা কালো ভুবন মাঝে মৌন-মুখর প্রাণ
উদাস চোখের আবেশ মাখা প্রেম বিরহের গান।


রংতুলির এক নগ্ন পায়ে আঁচড় লাগে গায়
মন বিরাজে প্রেম আলিঙ্গন কোন সে ভরশায়।


আমার আমি মনে মনে নিরেট আঁধার খুঁজে তীরে
পালিয়ে বেড়ায় কোন সুদূরে আবার যদি আসে ফিরে।


প্রজাপতি আলপনা রং আকাশ পানে ঐ ঘুরছে উড়ে
দোলছে কেবল মন মোহনে দৃষ্টি সীমা আড়াল করে।


ভাবনা গুলি শুন্যে ভাসে মেঘ বালিকার কালো চুলে
উদাস নেত্র কেবল তাকায় শান্ত পাখির উষ্ণ কোলে।


আমার আমি শুধুই আমি অন্য কারোর নই
আমার ভুবন নিজ বলয়ে অবাক চেয়ে রই।