বিনোদন আর পর্যটনে ভরিয়ে দিবে মন
আমার সিলেট দিচ্ছে বন্ধু তোমায় নিমন্ত্রন।
সিলেট, সুনাম, মৌলভী আর হবিগঞ্জ মিলে
নান্দনিক এই সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে।
শাহ জালাল আর শাহ পরানের সিলেট পুন্যভূমি
শান্তি সুখের অপার নজির, উর্বরা তার জমি।
সুরমা নদীর তীর ঘেসে আমজাদ আলীর ঘড়ি
কালের সাক্ষী পাশাপাশি চাঁদনী ঘাটের সিড়ি।
মজার মজার কমলালেবু খাসিয়া পুঞ্জির পান
মন ভরাবে রাধারমন আর হাসনরাজার গান।
আরকুম শাহ, শীতালংশাহ, আব্দুল করিম গং
জারী সারি মুর্শীদি আর ভাটিয়ালী ঢং।
সারি নদীর মসৃন বালি, জাফলং এর পাথর
পাহাড় টিলা বন বনানী আর জালালী কইতর।
চা’য়ের বাগান হাতছানি দেয় রাবার বাগানের ছাতি
সারা বিশ্বে ছড়িয়ে আছে সিলেটের চা'য়ের খ্যাতি।
সুনামগঞ্জের বিশাল হাওর মাছের অফুরান
কি অপরুপ নয়ন জুড়ায় মাঠে সোনালী ধান।
মেীলভীবাজারের হাকালুকি দীর্ঘ ইতিহাস
গাঁও গেরামে কি অপরূপ মুর্তা বেত আর বাঁশ।
টেংরা টিলা মাগুরছড়া বিবিয়ানার তেল আর গ্যাস
অর্থনীতি যোগান দিচ্ছে গড়তে সোনার বাংলাদেশ।
শ্রীমঙ্গলের সাফারী বনে পাখ-পাখালীর মেলা
মাধবকুন্ডে কি মনোহর জলপ্রপাতের খেলা।
নাগা মরিচ বাতাবী লেবু আর সাতকরার ঘ্রান
স্বাদে গন্ধে অতুলনীয় জুড়ায় মন-প্রাণ।
হাজার সৌন্দর্য লুকিয়ে আছে ভরিয়ে দিবে মন
আমার সিলেটে রইলো বন্ধু তোমার নিমন্ত্রন।