ব্যস্থ সময় ন্যস্ত জীবন আবেশ বুঝি না
আলতো আসা জন্মদিনের প্রহর খুঁজি না।
কাছে দূরের বন্ধু স্বজন সবার কাছে ঋণ
ভোরের আলো জানিয়ে দিল আজকে জন্ম দিন।
একটা সময় সোনার ফ্রেমে ঝলমলিয়ে আঁকা
হাসি কান্না ফেলে আসা মনের কোনে রাখা।
অলস দিনের উদাস নয়ন ইচ্ছেরা ভিড় করে
শক্তি বলের নাই আসক্তি গুমড়ে কেঁদে মরে।
দূর দিগন্ত চায় অনন্ত আশার চোরাবালি
বেলা শেষে প্রহর গুনে একলা বাগানমালি।
জল ঢাকা পথ ব্যর্থ শপথ শাপলা ঝিলে নাই
আবার যদি উঠে ভেসে বাজবে যে সানাই।
সাঙ্গ খেলা অলস বেলা ক্লান্ত মুসাফির
ভূঁই ফুড়ে উই দিচ্ছে হানা ভেঙ্গে জিঞ্জির।