ভাঙ্গা গড়ায় চলছে জীবন
বুঝতে গিয়ে করি ভুল,
                         ভুলের মাঝেই আসল শিক্ষা
                         বোধের ক্ষেত্র  অপ্রতুল।
লাভের আশে পশরা সাজাই
ক্রয় কালে নাই যে তাপ,
                         দিনের শেষে কাঁদলে কি আর
                         পূরণ হবে সে হিসাব।
জীবন মানেই হাসি কান্নায়
দুঃখ-সুখের পরিহাস,
                          কখন জানি আসবে সমন
                          ব্যর্থ সকল ইতিহাস!
থাকতে সময় ওহে মানব
পাড়ের কড়ি বুঝে নাও,
                           মরণ সুধায় মিটবে ক্ষুধা
                           তাঁর কাছে সব সপে দাও।