শরীরের  যত  ক্লান্তি দূরে  থাক ভ্রান্তি
আকাশের  নীলিমায় খুঁজে ফিরে শান্তি।
ভুবনের   কোলাহলে  এই  দেখি  শূন্য
আশাহত  বিকেলের  শেষ  হাসি গণ্য।
এলোমেলো  জোনাকির নিভু নিভু স্বপ্ন
পরাজিত   জীবনের  সুখ  সারি  গল্প।
মনোরম  আবেশী  মন  ছবি   মোহিনী
পিছুঁ  ডাকে   বারবার  মায়াবী  ধরণী।


জীবনের  ধারাপাত   হয়   নাতো বন্ধ
অবিরাম   চলাচল  খোলা থাকে  রন্ধ্র।
জাগতিক  অভিলাষ  মন  খাতা   রপ্ত
আশাহত   ক্ষীণবল    আবাহন   গুপ্ত।
অবেলার   কলকন্ঠ   সুর  তাল  জব্দ
পত্রঝরা    অটবীর  নাই কোন  শব্দ।