রাত পোহালে হাজার প্রশ্ন
কবিতা কেন লেখি?
দোষ কি আমার, যে দিকে চাই শুধুই কাব্য দেখি।


কি হবে এসব কাব্য লিখে?
বৃথা সময় নষ্ট !
প্রশ্ন মাঝেই দেখ না খু্ঁজে না বলা কত কষ্ট।


কাব্যে কি আর জীবন চলে?
শুধুই অপচয় !
কাব্য কথার ছন্দ গীতে জীবনের পরিচয়।


কিইবা পেলে এসব লিখে?
বলতে পারো অল্প ?
প্রতিদানের আশা ছেড়ে কবিরা লিখে গল্প।


এত লিখে কি আর হবে?
লেখায় কি থামে সমর?
কালের স্রোতে বিলিন কবি, কাব্য রবে অমর।