কেউ খাচ্ছে খুরমা পোলাও, শত পদের বাহারে
কেউবা দেখি গলির পাশে, খাবার খুঁজে ভাগাড়ে !


রুচি মোটেও নাই খাবারে, এঁটো ফেলো ডাষ্টবিনে
ভাবলে নাতো তাদের কথা, জ্বলে ক্ষুধার  অনলে।


এক ভুবনে আলো বাতাস, নিচ্ছি মোরা ভাগ করে
খাবার বেলা তফাৎ কেন, কেউ বাঁচে, কেউ মরে।


এক স্রষ্টার সৃষ্টি সবাই, তাঁর মহিমা অন্তরে
তবে কেন এতই বিভেদ, ভবলীলার প্রান্তরে।


কেউ পরে পশমী কাপড়, বদলে প্রতি প্রহরে
কারো দেখি উদোম শরীর, কাঁপছে শীতে রাত্তিরে।


কেউ ঘুমায় সোনার খাটে,  রাজ বিলাস ভবনে
কারোর আবাস খোলা মাঠে, অলিক স্বপ্ন বিহনে।


দেখছি শুধু ভবের হাটে, খাতায় পত্রে সাম্য?
হে বিধাতা আরজ তোমায়,  কেন এত বৈষম্য ?