ক্ষমা মহত্বের পরিচয়
শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন,
আজ যা করেছ ক্ষমা কখনো আর মনে রেখো না,
মহান যারা ক্ষয় নেই তাদের চির জাগরূপ মহানুভবতা।
অত্যাচার আর নিপিড়নে মত্ত থাকিলে জগত মাঝে
সৃস্টির উদ্দেশ্য বিনাশ করিয়া শান্তির আশা করোনা অপারে,
মানবের তরে ব্যয়িত সময় মহান পরিচয় উচ্চশির।
শত ব্যবধান এই ধরামাঝে
মতপার্থক্য থাকতেই পারে,
আঘাত করিয়া অনুশোচনা হলে হৃদয় ক্ষরণের তাড়না জাগে,
তখন কি আর মনের কষ্ট পাথরচাপা করে রাখে?
আপন করে বুকে লও টেনে ক্ষমা তুমি করিয়াছ যারে
--------্--------------
১৩-০৩-২০১৮
দাওরাই।
abu3217@yahoo.com