তোমায় আমি না দেখলেও
আমায় তুমি দেখো,
ষড় রিপুর কবল থেকে
আমায় আগলে রেখো।


কাজের মোহে তোমায় ভুলে
যবে আমি থাকি,
কুপথ থেকে ফেরাবে তুমি
এই ভরশা রাখি।


সৃষ্টি বিনাশ সকল খেলা
রয়েছে তব হাতে,
তোমার রাহে জগত চলে
সকাল সন্ধ্যা প্রাতে।


লোভ লালসার মোহে পড়ে
যখন ভুলি তোমায়,
দাও ইশারা ওগো মাওলা
ক্ষমা করো আমায়।
_________________আবু কওছর