হঠাৎ যদি যাই গো চলে
এ ধরাতল ছেড়ে,
করিও ক্ষমা যত ভুল ছিল
অন্তর ক্ষত ঝেড়ে।।


যা দিয়েছি ব্যথা কর্ম-কথা
জ্ঞানে কি অজ্ঞানে,
সকল বারতা সর্ব বিধাতা
ডাকে যদি সন্ধানে।।


ক্ষমিও সবে ফেল না ভ্রমে
যাপিত কর্ম ফল,
জগৎ স্বামী অন্তর্যামী
অনিবার নিশ্চল।।
_____________® আবু কওছর